রাজবাড়ী গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল গতকাল ১০ই জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার এলাকার সার্জেন্ট (অবঃ) আল হেলালের বাড়িতে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবাসহ বাড়ির ভাড়াটিয়া মোঃ ফিরোজ (২৫)কে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত ফিরোজ বালিয়াকান্দি উপজেলার গৌবিন্দপুর গ্রামের কাঞ্চন মন্ডলের ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর নতুন বাজার এলাকায় সার্জেন্ট(অবঃ) আল হেলালের বাড়িতে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ও ১টি ডিসকভার মোটর সাইকেলসহ বাড়ির ভাড়াটিয়া মোঃ ফিরোজ (২৫)কে গ্রেপ্তার করা করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ ফিরোজের বিরুদ্ধে ডিবি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করা করেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com