মধুখালীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ বিক্রেতা বিশু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-১১ ১৪:৫৩:২৯

image

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পোর একটি দল গতকাল ১১ই জুন দুপুরে মধুখালী থানার জাহাপুর গ্রামে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা বিশু শেখ (৪২)কে গ্রেপ্তার করেছে।

  গ্রেফতারকৃত বিশু শেখ ফরিদপুর জেলার সালথা থানার পার আটঘর গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের মধুখালীতে জাহাপুর এলাকায় দীর্ঘদিন ধরে আল আমিন মাদক পাইকারী ও খুচরা মাদক বিক্রি করে আসছে। তার ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নয়শত গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীম কার্ড, ২টি মোবাইল ও মাদক বিক্রির ১৮শত টাকা উদ্ধার করা হয়েছে। 

  পরে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে মধুখালী থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com