রাজবাড়ীতে আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের নারী সদস্য ২কেজি গাঁজাসহ গ্রেপ্তার

চঞ্চল সরদার || ২০২১-০৬-১১ ১৪:৫৬:৫৬

image

রাজবাড়ী সদর থানার পুলিশ গতকাল ১১ই জুন বেলা সাড়ে ১১টার দিকে শহরের ১নম্বর রেলগেট সংলগ্ন সুমাইয়া ফল ভান্ডারের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারী সাবিনা খাতুন (৪৪)কে গ্রেপ্তার করেছে। 

  গ্রেপ্তারকৃত সাবিনা খাতুন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইকুড়ি গ্রামের সাহাজুল ইসলামের স্ত্রী এবং আন্তঃ জেলা মাদক পাচারকারী চক্রের নারী সদস্য। 

  তাকে গ্রেফতার বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী রাজবাড়ী থানার এসআই হিরন কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের ১নম্বর রেলগেট সংলগ্ন সুমাইয়া ফল ভান্ডারের সামনে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাবিনার খাতুন নামে একজন নারীর শরীরে বিশেষ ভাবে ২ কেজি গাঁজা বহনের সময় তাকে গ্রেপ্তার করি। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের পূর্বক গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

  এসআই হিরন কুমার বিশ্বাস আরো জানান, গ্রেফতারকৃত সাবিনা আন্তঃ জেলা মাদক পাচারকারী চক্রের নারী সদস্য। তার বিরুদ্ধে মাকদদ্রব্য ফেন্সিডিল বিক্রি ও পরিবহনের দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com