রাজবাড়ী সদরের এড়েন্দায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-১৫ ১৫:২০:৪১

image

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামে গতকাল ১৫ই জুন বিকালে অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ বিক্রেতা সরোয়ার মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

  গ্রেপ্তারকৃত সরোয়ার মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বড়নুরপুর গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। 

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজবাড়ী সদর উপজেলার এড়েন্দা গ্রামে মাদক বিক্রির জন্য এক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় অবস্থায় ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় ১৯১ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীম কার্ড, ১টি মোবাইল ফোন ও ১টি মোটর সাইকেলসহ সরোয়ারকে গ্রেপ্তার করি। পরে উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com