রাজবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু॥চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের

চঞ্চল সরদার || ২০২১-০৬-১৫ ১৫:২৬:৫৭

image

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল মিয়া(৫৭) নামে একজন ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে তার পরিবার সদস্যরা।

  গতকাল ১৫ই জুন বিকাল ৫টা ৪০মিনিটে তিনি করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত আয়নাল মিয়া রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে। তার মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে আসে। 

  মৃত আয়নাল মিয়ার ছেলে রবিন বলেন, গত ১২ই জুন আমার বাবার করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তারপরে আমরা তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করি। করোনা ইউনিটে ভর্তি অবস্থায় তিনি পুরো সুস্থ ছিলেন। গত ১৪ই জুন রাত পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে। আজ মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে যায় কিন্তু সেখানে কোন ডাক্তার তার চিকিৎসার জন্য যায়নি। সেখানে একজন নার্স গিয়ে চিকিৎসা দিয়েছে। তাকে অক্সিজেন দিলেও বন্ধ হয়ে গিয়েছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, একজন ডাক্তার যা জানে সেটা কি নার্স জানে। তাহলে তো নার্সই ডাক্তার হতো। আমরা এই কয়দিন এখানে দেখছি করোনা ইউনিটে ডাক্তারা সেই ভাবে রোগী দেখে না। আমার বাবাকে ডাক্তারদের অবহেলায় কারণেই মারা গেলো। আমরা তাদের বিচার চাই। 

  আয়নাল মিয়ার ভাই জয়নাল আবেদীন বলেন, রাজবাড়ী হাসপাতালের করোনা ইউনিটে যারা দায়িত্ব পালন করে তারা একজন রোগী মারা যাচ্ছে সেই দিকে তাদের কোন গুরুত্ব নাই। আমাদের রোগীর জন্য আমরাই সব কিছু করতাম। খাদ্য খাওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের লোকই করতো। করোনা ইউনিটে যে চিকিৎসা ও সুবিধা একজন করোনা রোগীকে পাওয়ার কথা সেটা এখানে পাচ্ছে না। এগুলো সরকারের দেখা উচিত। আজ এখানকার লোকজনের গাফিলতির কারণেই আমার ভাই মারা গেলে। পরিবারের লোকজনের সাথে কথা বলে যারা অবহেলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান। 

  রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকটি ডায়াবেটিকস, লাঞ্চের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। আজকে শ্বাসকষ্ট রেড়ে যাওয়ার তিনি মারা যান। তার পরিবারের লোকজন যে অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে সেটা ভিত্তিহীন। তার চিকিৎসায় কোন প্রকার গাফিলতি করা হয়নি।

  সূত্র জানায়, দেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়। আর রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় একই(২০২০) বছরের  গত ৭ই এপ্রিল। ওইদিন থেকে গতকাল ১৫ই জুন-২০২১ পর্যন্ত ১৪ মাসে জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪ হাজার ৩১০জন। মারা গেছে ৩৮ জন। মৃতদের মধ্যে ২০২০ সালে ৩২ জন এবং চলতি বছরের ১৫ই জুন পর্যন্ত ৬জন মারা গেছে।  

  একটি সূত্র জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের(সিভিল সার্জনের) তথ্যর সাথে বাস্তবে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার গড়মিল রয়েছে। বিশেষ করে রাজবাড়ী জেলার বাইরে থেকে যারা নমুনা পরীক্ষা করিয়েছে বা জেলার বাইরে নমুনা পরীক্ষা করিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমন কিছু তথ্যের গড়মিল লক্ষ্যনীয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com