রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার গৃহবধু রেহেনা বেগমের প্রসব বেদনায় হাসপাতালে পৌছানোর আগেই পথিমধ্যে সড়কে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। ওই অবস্থায় হাসপাতালে আসতে গিয়ে গাড়ির জটের কারণে আটকে থাকতে হয় প্রায় আধাঘন্টা।
পরে হাসপাতালে পৌছলে চিকিৎসক ও নার্স মিলে তাদেরকে সুস্থ্য করে তোলেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায়। বর্তমানে মা ও শিশু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য আছেন।
গৃহবধুর স্বামী লুৎফর মোল্লা জানান, গত ১৫ই জুন মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে তার স্ত্রী রেহেনা বেগমের প্রসব বেদনা ওঠে। পরিস্থিতি জটিল দেখে তিনি থ্রি-হুইলার মাহেন্দ্র নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতিক্রম করে জমিদার ব্রিজ নামক এলাকায় পৌছলে স্ত্রীর প্রসব বেদনা আরো বেড়ে যায়। এক পর্যায়ে সেখানে মাহেন্দ্র থেকে নেমে সড়কে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। সদ্য ভূমিষ্ঠ সন্তানের বন্ধন বিচ্ছন্ন করার ব্যবস্থা না থাকায় তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওয়ানা করেন।
তিনি আরো বলেন, গোয়ালন্দ রেলগেট পার হওয়ার পর উপজেলা পরিষদ মাঠের সামনে বসানো বিআইডব্লিউটিসির ওয়েস্কেল এলাকায় হাসপাতালের সামনে গাড়ির জট লেগে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা হাসপাতালে প্রবেশ করতে পারছিলেন না। এভাবে প্রায় ৩০ মিনিটের মতো মহাসড়কেই অপেক্ষা করতে হচ্ছিল। এক পর্যায়ে গাড়ির চাপ কিছুটা কমলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। বৈরী আবহাওয়ার মধ্যে হাসপাতালের সামনের রাস্তা আটকে গাড়ির দীর্ঘ লাইন হওয়ায় মহা বিপাকে পড়েন তারা।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নিতাই কুমার ঘোষ বলেন, ভোর ৪টার দিকে যখন লুৎফর-রেহেনা দম্পতি হাসপাতালের সামনে যানজটে তাদেরকে আধা ঘন্টার মতো আটকে থাকতে হয়। এ সময় সদ্য ভূমিষ্ট হওয়া শিশু সন্তানের বন্ধনের নাড়ি হাতে বাবা আর মা নিজ হাতে তার ফুল ধরেছিলেন। বর্তমানে মা ও শিশু সন্তান উভয় আগের থেকে অনেকটা সুস্থ্য আছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com