রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ১৭ই জুন উপজেলা পর্যায়ে “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী” (ঝঙউ) ২০১৯ শীর্ষক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হকের সভাপতিত্বে সভায় দুর্যোগের ওপর বিশেষ আলোকপাত করেন রাজবাড়ী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল ও উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রমূখ।
সভায় দুর্যোগের প্রস্তুতি, মোকাবেলা এবং উত্তরণ সর্ম্পকে সবাইকে অবগত করা হয়।
সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্নস্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com