বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের দ্রুতই কনস্যুলেট অফিস এবং দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
তিনি বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য ভ্যাকসিনের অপ্রতুলতার উল্লেখ করে ভ্যাকসিন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টির জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ১৬ই জুন নিউইয়র্কের কুইনসে প্রবাসীদের আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী মোমেন এসব কথা বলেছেন।
জাতিসংঘের বিভিন্ন কর্মসূচীতে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কমিউনিটি আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
বাংলাদেশ ক্লাব ইউ.এস.এ’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘনিষ্টভাবে কাজ করার সুযোগ পেয়েছেন নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় আছে। উন্নয়নের এমন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরমধ্যে পার্শ্ববর্তী শ্রীলংকাকে দুই বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
বাংলাদেশে করোনা ভ্যাকসিনের তীব্র সঙ্কট বিরাজ করছে উল্লেখ করে ড. আব্দুল মোমেন বলেন আমেরিকায় বহু ভ্যাকসিন মওজুদ পড়ে আছে। অনেক ভ্যাকসিনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এসব ভ্যাকসিন, বিশেষ করে জনসন এন্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন বাংলাদেশ পেলে খুবই উপকার হবে বলে তিনি মনে করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন প্রণেতাদের মাধ্যমে মার্কিন সরকারের উপর এ নয়ে চাপ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় নাগরিকত্ব নিয়ে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর খুনীকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার জন্য প্রবাসীরা মার্কিন সরকারকে চাপ দেয়ারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাকে এখন একটি অগ্রাধিকারের সমস্যা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো খোঁজ খবর নিচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কোন অবস্থায়, কোন জায়গায় আছে।
পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, রোহিঙ্গাদের নিয়ে মূল সমস্যা হচ্ছে, তাদের স্বদেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এ কাজে মায়ানমার সরকারকে বাধ্য করার জন্য আমেরিকাসহ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে চাপ দেয়া দরকার, তা দেয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। এ নিয়ে প্রবাসীদের সোচ্চার হওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিক ইব্রাহিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে। মালয়শিয়া, সৌদি আরবের প্রবাসীদের জাতীয় পরিচয় প্রদানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে। শীগ্রই যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও এমন প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
বাংলাদেশের অর্থ পাচার করে কারা বিদেশে পাড়ি জমাচ্ছে, এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোন তথ্য নেই উল্লেখ করে তিনি বলেছেন প্রবাসীরা এ নিয়ে তথ্য প্রদান করলে বাংলাদেশে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আয়োজক সংগঠন বাংলাদেশ ক্লাব ইউ.এস.এ’র সভাপতি নুরুল আমিন বাবু, বাবরুল হোসেন বাবুল, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সৌদ চৌধুরী ও আনোয়ার কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, আবু বকর হানিপ, মাহফুজ হায়দার ও শিবলী সাদিক।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com