করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজ করার জন্য কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। এরই ধারাবাহিকতায় গতকাল ১০ই জানুয়ারী বিকালে রতনদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা আবুল কাশেম মন্ডলের বাড়ীতে গিয়ে তার খোঁজ নেন এবং যে কোন প্রয়োজনে মিতুল হাকিমের পক্ষ থেকে তাকে সহায়তার আশ্বাস দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com