বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবার পেল স্বপ্নের ঘরের চাবি ও দলিল

তনু সিকদার সবুজ || ২০২১-০৬-২০ ১৫:৫৬:১০

image

‘মুজিব শতবর্ষে থাকবে না কোন গৃহহীন’ কর্মসূচীতে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ২০শে জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ৭০টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপকারভোগী ছবদাল ও ফিরোজ খান বক্তব্য রাখেন।

  এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল হোসেন খান, বহরপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রেজাউল করিম, নারুয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল হাসান আলীসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সচিবরা উপস্থিত ছিলেন।

  সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে বালিয়াকান্দি উপজেলায় ৭০টি  গৃহহীন পরিবারের জন্য ২শতাংশ জমির উপর ২কক্ষ বিশিষ্ট একটি করে আধাপাকা ঘর নির্মাণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com