গোয়ালন্দে নদী ভাঙ্গনের আতঙ্কে পদ্মা পাড়ের দুই হাজার পরিবার

মইনুল হক মৃধা || ২০২১-০৬-২০ ১৬:০৫:০৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এবারও নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে অন্তত দুই হাজার পরিবার। 

  উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এ বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পর থেকে প্রতিদিন কিছু কিছু এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। 

  উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নাসির সরদার পাড়ার জলিল শিকদার বলেন, দৌলতদিয়ার ইসাঈল শিবরামপুর এলাকায় বাড়ি ছিল। ভাঙ্গনে জমিজমা, ঘর-বাড়ি যা ছিল সব বিলীন হয়েছে। পরে নাসির সরদার পাড়ায় অন্যের জমি শনকরা নিয়ে বাস করছি। এরকম শত শত পরিবার জমি, ঘর হারিয়ে অন্যের জমিতে বাস করছে। পদ্মা তীরবর্তী এলাকায় বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন পদ্মার পাড় ভেঙে শত শত বিঘা জমি বিলীন হচ্ছে। আতঙ্কে অনেকেই বাড়ি ঘর সরিয়ে নিয়েছে।

  সরেজমিন দেখা যায়, ফেরী ঘাট থেকে নদীর পাড় ধরে দেবগ্রামের অন্তারমোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকা ভাঙ্গতে শুরু করেছে। ভাঙ্গনে গ্রামের পর গ্রাম বিলীন হয়েছে। প্রতি বছর বর্ষা আসলে বৃষ্টির সাথে ভাঙন বাড়তে থাকে। এ বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টির সাথে নদীর পাড় ভাঙতে থাকে। প্রতিদিন মাঠের পর মাঠ ফসলী জমি বিলীন হচ্ছে। ভাঙ্গনের কাছাকাছি এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন পার করছে। তাদের হয়তো শীঘ্রই এলাকা ছেড়ে যেতে হবে, অনেকটা তাই ভাবছে। 

  দেবগ্রাম মুন্সিবাজারের কাছে খালেক মুন্সির ১০ কাঠা জমি বছরের ১০ হাজার টাকা শনকরা নিয়ে বাস করছেন হযরত শেখ। তিনি বলেন, বেথুরী গ্রামে বাড়ি ছিল। ১০ বছর আগে বিলীন হলে এখানে বাড়ি করি। এবার ঘূর্ণিঝড়ের পর থেকে প্রতিদিন নদীর পাড়সহ তিল, পটল, পাট, বাদাম খেত বিলীন হচ্ছে। মেম্বার-চেয়ারম্যান কত আইলো, সবাই বলে নদী শাসন হবে, কিছুই তো দেহিনা। 

  আজিজ সরদার পাড়ার মজিদ শেখের স্ত্রী রুবি খাতুন বলেন, আমাদের দেবগ্রামে প্রায় ৩০ বিঘা জমিসহ বাড়ি ছিল। সব গাঙে যাওয়ায় এহানে অন্যের জমিতে শনকরা নিয়ে আছি। এবার এক মাস ধইরা ভাঙ্গনে ৫০০ গজের মতো গাঙে গেছে। প্রতিদিন ভাঙতে থাকায় আমাদেরও চলে যেতে হবে। গত তিন বছরে এলাকার প্রায় ৩০০ পরিবার অন্যত্র গেছে। 

  দৌলতদিয়ার গোলাপ আলী শেখ পরিবারের প্রায় ২৫০ বিঘা জমি ছিল, বড় বাড়ি ছিল। ২০০৭ সালে ভাঙনে সব নদীতে বিলীন হয়ে যায়। গোলাপ শেখ বলেন, ভাঙনে সব বিলীন হওয়ায় এখন ১ শতাংশ জমিও নাই। কেউ অন্যের জমিতে শনকরা নিয়ে, কেউ গোয়ালন্দে ভাড়া বাসায় থাকছে। গত বছর কিছু জমি জেগে ওঠায় সেখানে বাদামের আবাদ করেছেন। 

  উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী ভাঙ্গন বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপির অনেক এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। দ্রুত নদী শাসনের উদ্যোগ নেওয়া না হলে ‘গোয়ালন্দ ঘাট’ থেকে ‘ঘাট’ শব্দটি আর লিখতে পারবনা। দুটি ইউনিয়নে ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত দুই হাজার পরিবার। ইতিমধ্যে বিলীন হয়েছে কয়েকশ বিঘা ফসলী জমি। এ বছরে যাতে নদী শাসনের কাজ শুরু হয় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর হস্তক্ষেপ কামনা করেন। 

  উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাথে নিয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। ইতিমধ্যে ফেরী ঘাট এলাকায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। 

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, ভাঙ্গন রোধে ফেরী ঘাট থেকে দেবগ্রাম অন্তারমোড় পর্যন্ত বাঁধ নির্মাণে সকল প্রস্তুতি শুরু হয়েছে। একনেকে প্রায় ৭৫০ কোটি টাকা ব্যায়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হবে। এরমধ্যে দৌলতদিয়ায় ৬কিলোমিটার নদী শাসন হবে। কাজটি শুরু হলেই ভাঙ্গন অনেকটা রোধ হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com