মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই শ্লেøাগানকে সামনে রেখে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লকোগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
গতকাল ২১শে জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’র আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন ও স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল ২১শে জুন সকালে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম এ হানান্ন। পরে শহরের ১নং রেলগেটসহ বিভিন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এতে আরো বলা হয়, করোনা সংক্রমণ থেকে নিজের সুরক্ষাসহ পরিবার, স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। বাংলাদেশে ২০২০ সালের মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে বর্তমান সরকার দেশের মানুষকে এই মহামারির সংক্রমণ থেকে রক্ষার্থে স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য লক ডাউন ঘোষণাসহ বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। এই মহামারী প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা, ভিড় এড়িয়ে চলা, নূন্যতম তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা। করোনা ভাইরাস যে ভয়াবহ রূপ ধারণ করেছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনা প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহণ করা। তাছাড়াও আমরা স্বাস্থ্যবিধি মানবো এবং সকলকে মানতে সচেতন করবো। তবেই বাংলাদেশসহ পুরোবিশ্ব করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com