দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলছে ফেরী॥বন্ধ রয়েছে লঞ্চ

মইনুল হক মৃধা || ২০২১-০৬-২২ ১৪:৩৯:৪৮

image

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গতকাল ২২শে জুন থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

  এ নৌরুটের দুটি ঘাটের একটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া অবস্থিত। এ দুটি জেলাই লকডাউনের আওতায় রয়েছে।

  সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গিয়ে দেখা যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ আছে, তবে ফেরী চলাচল করছে। এ সময় দেখা যায় ফেরীগুলো পণ্যবাহি ট্রাক, পিকাপ ও ব্যক্তিগত গাড়ি পারাপার করছে।

  লঞ্চ চলাচল বন্ধের বিষয় নিশ্চিত করে বাংলাদেশ নৌপরিবহন সংস্থার(বিআইডব্লিউটিএ) টি.আই পরিবহন সুপারভাইজার মোঃ আফতাব হোসেন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ২২শে জুন হতে আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী জরুরী সেবা পন্যবাহী ট্রাক পারাপার করছি। আমাদের সবগুলো ফেরী চালু আছে। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চালাচল করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com