রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক বিক্রেতাকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল ২৫শে জুন সকাল সোয়া ৬টার দিকে গোয়ালন্দ থানা পুলিশের একটি দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত পোড়াভিটা এলাকা ও সকাল পৌনে ৮টায় দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৩জন মাদক বিক্রেতাকে আটক করেছে।
আটককৃতরা হলো- উপজেলার যৌনপল্লী এলাকায় শিরিন বাড়ীওয়ালীর ভাড়াটিয়া শহিদ খন্দকারের স্ত্রী আম্বিয়া(৪০), বেপারী পাড়া এলাকার মৃত বেলায়েত শেখের ছেলে মোঃ লাল শেখ(৫০) ও সোহরাব মন্ডলের পাড়া এলাকার মৃত কুবাত শেখের ছেলে দলু শেখ (৪৫)।
থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে এসআই সৈয়দ ইমামুজ্জামান ও সঙ্গীয় মোঃ রিফাত হোসেন ফোর্সসহ পূর্বপাড়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে আম্বিয়াকে ৭০ পিস ও মোঃ লাল শেখকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট ও অপর অভিযানে এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থিত পোড়াভিটায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ দলু শেখকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com