রাজবাড়ীতে লকডাউনের প্রভাব পড়েনি খেয়া ঘাটে॥করোনার বিস্তার ঠেকবে কবে

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-২৫ ১৫:৩০:২৬

image

রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষিতে গত ২২শে জুন থেকে ৯দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বর্তমান পরিস্থিতিতে করোনার বিস্তার ঠেকাতে লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন ও পুলিশ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। জেলার অধিকাংশ খেয়া ঘাটের দৃশ্য এ রকম। গাদাগাদি করে নৌকায় নদী পারাপার হওয়া এ মানুষগুলো জানে না আগামী দিনের তাদের পরিনতি কি। এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্টরাও এ ব্যাপারে উদাসীন। ছবিতে এ নৌকায় থাকা অর্ধশতাধিক যাত্রীর মধ্যে মাত্র একজনের মুখে মাস্ক দেখা যাচ্ছে। ছবিটি গতকাল ২৫শে জুন বিকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার সংলগ্ন খেয়া ঘাট থেকে তোলা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com