মহাসড়কে বাধা পেয়ে বিকল্প পথে দৌলতদিয়া ঘাট পার হচ্ছে মানুষ

মইনুল হক মৃধা || ২০২১-০৬-২৫ ১৫:৩১:০৯

image

সরকার ঘোষিত ৯দিনের কঠোর লকডাউন দীর্ঘায়িত হওয়ার খবরে দেশের বৃহত্তর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকা ও ঘরমুখো মানুষ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সকল বিধি নিষেধ উপেক্ষা করে নদী পারাপার হচ্ছে। কিন্তু যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানা তো দূরের কথা অধিকাংশ মানুষের মুখে মাস্ক পর্যন্ত নেই। এতে করে করোনা সংক্রমনরোধে কঠোর অবস্থান ভেস্তে যেতে বসেছে।

  সড়কে কড়া নজরদারি ও প্রশাসন যানবাহন থামিয়ে নামিয়ে দিচ্ছে যাত্রীদের। কিন্তু এরপরো দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষের পারাপার থামানো যাচ্ছে না। মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার গত ২২শে জুন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও চালু রয়েছে ফেরী চলাচল। তাই মহাসড়কে বাঁধা পাওয়া যাত্রীরা বিকল্প পথ দিয়ে ঘাটে এসে নদী পার হচ্ছে। 

  গতকাল ২৫শে জুন সকাল ১০টায় ঘাট এলাকায় দেখা যায় মাহিন্দ্র, ইজিবাইক, মোটর সাইকেল করে ঘাটে আসছে যাত্রীরা। আর এরা সবাই রেগুলার ভাড়ার ২ থেকে ৩ গুন বেশি ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌছাচ্ছেন।  প্রশাসনের চোখ ফাকি দিয়ে সড়ক মহাসড়ক এড়িয়ে গ্রামের ভিতর দিয়ে আসছেন তারা।   বর্তমানে দৌলতদিয়ার ৪টি ঘাট সচল আছে, এ ৪টি ঘাটে ফেরী ভিড়ছে। দক্ষিণাঞ্চল-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী যানবাহনগুলো ফেরীতে উঠছে। আর এই সুযোগে বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন ও যাত্রীরা ফেরিতে স্বাভাবিকভাবে পারাপার হচ্ছেন। পাশাপাশি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরীতেও পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রী ও অন্যান্য যানবাহন দেখা যায়। এ সময় দেখা যায় অনেক যাত্রী ঘাট থেকে ফেরী ছেড়ে দিলে তাতে ঝুঁকি নিয়েই উঠে পড়ছেন।

  মধুখালি থেকে আসা যাত্রী খাইরুল আলম বলেন, মোটর সাইকেল করে গোয়ালন্দ মোড় পর্যন্ত আসি পুলিশের বাধা পেয়ে নেমে গ্রামের রাস্তা দিয়ে দ্বিগুন ভাড়া দিয়ে ইজিবাইক করে ঘাটে আসলাম। এখন ঘাট পার হয়ে রিক্সা, ভ্যান, মোটর সাইকেল যা পাই তাতে করে আশুলিয়া যেতে হবে।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। দক্ষিণাঞ্চল থেকে মাহিন্দ্র, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল করে অনেকে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ধরনের গাড়ি দেখলে পুলিশ গতিরোধ করে ফিরিয়ে দিচ্ছে। 

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, আমাদের নির্দেশনা আছে পণ্যবাহী ট্রাক, জরুরী সেবার যানবাহন ছোট গাড়ি পারাপার হতে পারবে। কিন্তু এরপরও ফেরী ঘাটে ভেড়ার সুযোগে যাত্রী উঠে পরছে এতে আমাদের কিছু করার থাকছে না। 

  তিনি আরো জানান বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৩টি ফেরী চলাচল করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com