জনবল সংকটে রাজবাড়ী হাসপাতালে করোনা পরীক্ষায় রোগীদের ভোগান্তি!

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-২৬ ১৫:০১:২২

image

জেলা সদর হাসপাতাল ও স্বাস্থ্য কর্তৃপক্ষের টনক নড়েনি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে জনবল সংকটের কারণে করোনা টেস্ট করতে আসা রোগীদের নানা ধরণের ভোগান্তিতে পড়তে হচ্ছে। 
  গতকাল ২৬শে জুন সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় করোনা টেস্ট করতে আসা বহু মানুষ ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। 
  হাসপাতালের মাত্র দু’জন ধার করা লোককে সেই করোনা টেস্টের কাজ করতে দেখা যায়। এরপর করোনা টেস্টের রুমের দেখা যায় গাদাগাদি ভিড়। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভিড়ের কারণে সুস্থ্য মানুষও করোনায় আক্রান্তে ঝুঁকিতে রয়েছে।
  করোনা টেস্ট করতে আসা মন্টু বলেন, আমি সকাল থেকে প্রায় ৩ ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। এখনো করোনার নমুনা দিতে পারি নাই। যে ভাবে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে এখানে দ্রুত লোকবল দিয়ে মানুষের ভোগান্তি কমাতে হবে। 
  রুমা খাতুন নামের একজন মহিলা বলেন, আমি জ্বর, ঠান্ডা কাশি নিয়ে এখানে এসেছি। দাঁড়িয়ে থাকতে পারছি না। সেই কখন কাগজ জমা দিয়ে বসে আছি এখনো কোন ডাক পাচ্ছি না।  
  রাজবাড়ী সদর হাসাপাতালের মেডিকেল টেকনোলজিস্ট শহিদুল হক বলেন, করোনার পরীক্ষার জন্য যত লোক দরকার আমাদের সেটা নেই। তাই আমাদের কাজে একটু সমস্যা হচ্ছে। 
  উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির মধ্যে ৪টি মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) পদ শূন্য থাকায় চরম বিপাকে পড়েছে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। কোন রকম জোড়াতালি চলছে হাসপাতালের প্যাথলজির কাজ। ধার করা লোক দিয়ে জরুরী কাজ সম্পন্ন করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানিয়েও কোন সমাধান হয়নি।
  সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে মোট ৪টি মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) পদ রয়েছে। এর মধ্যে দুটি পদ রয়েছে শূন্য। আর বাকি দুটি পদে দায়িত্বরত আছেন মোঃ ফরিদ শেখ ও খোকন সরকার। কিন্তু তারা দু’জনই প্রেষণে রয়েছে। এর মধ্যে মোঃ ফরিদ শেখকে গত ১১/১১/২০২০ তারিখে ঢাকার আই.ই.ডি.সি.আরে এবং খোকন সরকারকে তার পূর্ব থেকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেষণে রয়েছে। যার ফলে এখানকার ৪টি পদই এখন শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালে একজনও মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় মারাত্মক বিঘ্ন ঘটছে প্যাথলজির কাজের। 
  এ বিষয়ে গত ১৯শে জুন দৈনিক মাতৃকণ্ঠে “মেডিকেল টেকনোলজিস্টের ৪টি পদ শূন্য থাকায় রাজবাড়ী হাসপাতাল ল্যাবের কার্যক্রমে অচলাবস্থা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও জেলা সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের টনক নড়েনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com