বালিয়াকান্দির তিনটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল ১৬০৭টি অসহায় পরিবার

তনু সিকদার সবুজ || ২০২১-০৬-২৯ ১৪:৪১:৪৪

image

মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নের ১৬০৭ টি অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।
  গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বালিয়াকান্দি সদর, নবাবপুর ও নারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
  খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, লবন ও তেল বিতরণ করা হয়।।  
  এ সময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com