করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-২৯ ১৪:৪৩:২২

image

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় গতকাল ২৯শে জুন বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সদর উপজেলার ভান্ডারিয়া বাজার, খানখানাপুর বাজার এবং নিমতলা বাজারে  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

  এ অভিযানে স্বাস্থ্যবিধি পালনে জনগনকে পরামর্শ ও উৎসাহ দেওয়া হয়। সরকারী আইন অমান্য, স্বাস্থ্যবিধি লংঘন এবং মাস্ক ব্যবহার না করায় খানখানাপুরে জাবেদ টি স্টলের মালিক ও নিমতলা জননী হোটেল এন্ড রেস্তোরাঁর মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

  অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এবং রাজবাড়ী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com