রাজবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২১-০৬-২৯ ১৪:৪৪:২৪

image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পত্রিকা বিক্রেতা ও হকারের মাঝে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

  গতকাল ২৯শে জুন বিকেলে জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হতে শহরের ৩০ জন অসহায় পত্রিকা বিক্রেতা ও হকারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

  খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, আলু, সেমাই ও তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। 

  জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু। এ সময় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিন উপস্থিত ছিলেন।

  খাদ্য সহায়তা গ্রহণকারী পত্রিকা বিক্রেতা ও হকারগণ এ সময় জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com