কঠোর লকডাউনে গোয়ালন্দে জাতীয় মহাসড়কে দায়িত্ব পালনে রোভার স্কাউট দল

হেলাল মাহমুদ || ২০২১-০৭-০১ ১৪:৫৮:৩০

image

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতকাল ১লা জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭দিনের কঠোর লকডাউন।

  দক্ষিানাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের অযথা চলাচল নিষেধ এবং বাড়িতে থাকতে মহাসড়কে কাজ করছে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম(ডিগ্রী) কলেজের রোভার স্কাউট টিম ও গ্রাম পুলিশের  সদস্যরা। তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরী ঘাট, পৌরসভার গোয়ালন্দ বাজার, পৌর জামতলা বাজারে ভোর থেকেই দায়িত্ব পালন করে চলছে।   

  গতকাল বৃহস্পতিবার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পৌর জামতলা বাজারের মহাসড়কে তাদের টহল দিতে দেখা যায়।

  গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম(ডিগ্রী) কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাব্বি সেখ  বলেন, করোনার কারণে আমাদের কলেজে রোভার স্কাউটদলের ৩০ জন সদস্যের  সবাই গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হকের নির্দেশে উপজেলার গুরত্বপূর্ণ এলাকায় দাড়িয়ে অযথা ঘোরাফেরা করা লোকদের চলাচল করতে নিষেধ করছি। আমাদের সাথে এলাকার অন্যান্য এলাকায় গ্রাম পুলিশের সদস্যরাও এ দায়িত্ব পালন করছেন বলে জানান।

  এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন, কলেজের রোভার স্কাউট টিমের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যসহ মোট ৫০ জন মহাসড়কের বিভিন্ন জায়গায় গ্রাম থেকে বাজারে আসা লোকজনকে চলাচল করতে নিষেধ করছেন, সেই সাথে পথচারীদের মাঝে মাস্ক করছেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com