রাজবাড়ীতে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার || ২০২১-০৭-০২ ১৪:৪১:৪৬

image

করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজবাড়ী জেলায় লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

  করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে গত ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সপ্তাহব্যাপী জারিকৃত এ নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে আইন শৃংখলা বাহিনী। তারই ধারাবাহিকতায় লকডাউনের দ্বিতীয় দিনে রাজবাড়ীর চিত্র ছিলো অন্য দিনের চেয়ে আলাদা। বাজারে ছিলো না অন্যান্য দিনের মত ভিড়, সড়কে নেই যানাবাহন ও মানুষের আনাগোনা। বন্ধ রয়েছে দোকান পাট। 

  সরেজমিনে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। তারা যান ও মানুষ চলাচলে নিয়ন্ত্রণে কাজ করছে। জরুরী কাজে যারা বাড়ির বাইরে বের হচ্ছে তারাও পুলিশের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে হচ্ছে। 

  এছাড়া সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় তারা জনসাধারণকে সচেতনতা করে তাদের মাঝে মাস্ক বিতরণও করেন।  

  এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা-উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও মানুষকে সচেতনতা করছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com