কয়েকটি জেলা থেকে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ

হেলাল মাহমুদ || ২০২০-০৬-১১ ১৭:৫৬:২৯

image

প্রযুক্তির সহায়তায়’ বিভিন্ন জেলা থেকে হারানো ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। 
  গতকাল ১১ই জুন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, ডিবি’র ওসি ওমর শরীফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
  এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার বলেন, ‘মোবাইল ফোনগুলো খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার। প্রযুক্তির সহায়তায় আমরা মোবাইল ফোনগুলো অনেক আগেই উদ্ধার করেছি। ৩ মাস আগেই সেগুলো মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারতাম। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কিছুদিন বিলম্ব হলো।’
  অনেকদিন পর হারানো ফোন হাতে পেয়ে আনন্দিত যশোরের শরীফুল ইসলাম নামে একজন স্কুল শিক্ষক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মোবাইলটি হারিয়ে যাওয়ার পর সেটিকে কোনদিন ফিরে পাব তা কল্পনাও করতে পারিনি। পুলিশের এ কাজকে তিনি সাধুবাদ জানান।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com