রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরোও ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং একই সময়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে।
গতকাল ৬ই জুলাই রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে গতকাল ৬ই জুলাই ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজবাড়ীর সদর উপজেলার ৩৯ জন, পাংশার ৯ জন, গোয়ালন্দের ২৬জন ও কালুখালীর ৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়াও গত ৩রা জুলাই আরটি পিসিআরের মাধ্যমে ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
এদিকে গত ৫ই জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থাড সদর উপজেলার বানীবহ এলাকার মোহাম্মদ আব্দুল জব্বার(৮০) নামক এক বৃদ্ধ মারা গেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এরআগে গত ২রা জুলাই উক্ত আব্দুল জব্বার সদর হাসপাতালে নমুনা পরীক্ষার মাধ্যমে তার কোভিড-১৯ শনাক্ত হয়। পরে তিনি হোম আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেলেন। এরপর গত ৫ই জুলাই তার শরীরে অবস্থার খারাপ হলে তাকে করোনা ইউনিটে এনে ভর্তি হয় এবং সেই দিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা শুরু থেকে গতকাল ৬ই জুলাই পর্যন্ত রাজবাড়ীতে নমুনা পরীক্ষা অনুযায়ী মোট ৫ হাজার ৮৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৪৮২ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৪৮ জন।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৩ হাজার ২ শত ৪৪ জন, পাংশায় ১ হাজার ১ শত ৪৯ জন, কালুখালীতে ৩ শত ৪৮ জন, বালিয়াকান্দিতে ৪ শত ২৪ জন ও গোয়ালন্দ উপজেলার ৬ শত ৭৯ জন। এর মধ্যে থেকে সুস্থ হয়েছে ৪হাজার ৪৮২ জন।
এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। এর মধ্যে সদর উপজেলার ২৮ জন, পাংশায় ১৩ জন, কালুখালীতে ৩ জন, বালিয়াকান্দিতে ২জন, গোয়ালন্দ উপজেলার ২জন।
অপরদিকে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ২৪১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৪ জন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com