পাংশার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতে ১২ব্যক্তিকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৭-০৭ ১৪:১৮:১৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে গতকাল ৭ই জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত ১২ জনকে ৪ হাজার ৫ শত ৮০ টাকা জরিমানা করেছে।

  পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন। 

  পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ১২ জন ব্যক্তিকে ৪ হাজার ৫ শত ৮০ টাকা জরিমানা করা হয়। পাংশা মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com