জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা’র ব্যক্তিগত উদ্যোগে গত ৬ই জুলাই করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও চন্দনী ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং তার নিজ বাসভবন থেকে প্রায় ১০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি পোলাও’র চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট দুধ, ১ প্যাকেট সেমাই, ১লিটার তেল, ২কেজি ডাল ও ২ কেজি আলু। সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা জানান, লকডাউনের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রাজবাড়ী জেলা সদর হাসাপাতালে সুচিকিৎসার জন্য সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছেন। তিনি বলেন, হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালুকরণ, জনবল সংকটসহ অন্যান্য সমস্যা নিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com