ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ও মাঝারদিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে ৫টি অবৈধ বাঁধ অপসারণ এবং এই বাঁধ দেয়ার সাথে যুক্ত ১জন জেলেকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১২ই জুন বিকালে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে অংশ নেয়া সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, কুমার নদে অবৈধভাবে বাঁধ দিয়ে দেশী প্রজাতির মাছের বংশ বিস্তারে বিঘ্ন ঘটিয়ে মা ও পোনা মাছ ধরা হচ্ছিল। দেশী প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com