রাজবাড়ী শহরের অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে সবজি বিতরণ করছেন পৌর মেয়র তিতু

শিহাবুর রহমান || ২০২১-০৭-০৯ ১৫:৪২:১৯

image

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে রাজবাড়ী শহরে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে ব্যক্তিগত অর্থ দিয়ে বিভিন্ন ধরণের সবজি ও মাস্ক বিতরণ করছেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 

  গতকাল ৯ই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌরসভার কাহারপাড়া, নোয়াখালী পাড়াসহ ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫শতাধিক মানুষের মধ্যে এসব সবজি বিতরণ করেন। বিতরণকৃত সবজির মধ্যে রয়েছে- কাঁচা কলা, মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন ও লেবুসহ ১০ প্রকারের সবজি।

  এ নিয়ে গত দুই দিনে পৌরসভার বিভিন্ন এলাকায় ১হাজার মানুষের মধ্যে সবজি ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। চলমান লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।

  এ সময় তিনি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বাবন জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com