অসহায় মানুষের বাড়িতে সবজি পৌছে দিচ্ছে রাজবাড়ীর পৌরসভার মেয়র তিতু

শিহাবুর রহমান || ২০২১-০৭-১১ ১৫:৩০:০৭

image

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যক্তিগত অর্থ দিয়ে নানা ধরণের সবজি বিতরণ করছেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 
  গত ১০ই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার নিউকলোনী, কলেজপাড়া, কুলিপট্টি ও ভবানীপুর রেলকলোনী এলাকায় প্রায় ৫শতাধিক মানুষের মধ্যে এসব সবজি তুলে দেন তিনি।
  এ নিয়ে টানা ৫দিন পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে সবজি বিতরণ করলেন পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। চলমান কঠোর লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।
  বিতরণকৃত সবজির মধ্যে রয়েছে কাঁচা কলা, মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন ও লেবুসহ নানা প্রকারের সবজি।
  সবজি বিতরণকালে তিনি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানের জন্য সমাজের সামর্থ্য ও বিত্তবানদের প্রতি আহ্বাবন জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com