রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য অফিসের অবসরপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার আব্দুল মজিদ(৬৫) আর নেই।
গতকাল ১২ই জুন দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পাংশা উপজেলা পরিষদের অদূরে হাসপাতাল সড়কে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা পরিষদের সামনে দি মেডিকেল ক্লিনিকে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুল মজিদ বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। ভারতসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা তিনি চিকিৎসা গ্রহণ করেন।
জানা যায়, শুক্রবার আসর নামাজের পর পাংশা উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজার নামাজ এবং ঈশার নামাজের পর রাতে পাট্টা ইউপির বয়রাট নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয়বার জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাজার নামাজে অংশ নেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, পাঁচ ভাই ও এক বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সূত্রমতে, আব্দুল মজিদ মৎস্য দপ্তরে চাকুরী করার পাশাপাশি পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটি, পাংশা উপজেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী চিত্তবিনোদন ক্লাব কমিটিসহ এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com