রাজবাড়ী-১ আসনের আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেছেন, মুক্তিযুদ্ধ করে যেভাবে আমরা দেশকে স্বাধীন করেছি। আমার বিশ^াস তেমনি এই করোনার সাথেও আমরা যুদ্ধ করে বেঁচে থাকবো। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার ভ্যাকসিন নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যত টাকায় লাগুক তিনি বিদেশ থেকে ভ্যাকসিন আনবেন।
গতকাল ১২ই জুলাই বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে শিল্পীদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনার কারণে অনেক শিল্পই কর্মহীন হয়ে পড়েছেন। এই ৫হাজার টাকা খুবই সামান্য হলেও এই দুঃসময়ে অনেক কাজে দিবে। সারাদেশেই করোনার কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া ঈদের আগে এক কোটি মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। সরকার চেষ্টা করছে। এর পাশাপাশি যাদের সামর্থ্য আছে তাদেরও সহযোগিতা করা উচিত।
এ সময় জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯৫জন শিল্পীকে ৫হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com