রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গত ১২ই জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা(৩৬) ও আড়কান্দি গ্রামের নাছির উদ্দিনের ছেলে রইচ শেখ(২৫)।
র্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বালিয়াকান্দি থানার দূর্গাপুর এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এ অবস্থায় আমরা সেখানে অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করাসহ মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি সীম কার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করি। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে বালিয়কান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com