রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গতকাল ১৩ই জুলাই সকালে করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের গণটিকা প্রদান শুরু হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনিরসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সুবিধা ভোগী লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার বলেন, দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চীনের তৈরী সিনোফার্মের তৈরী ভেরোসেল ভ্যাকসিন ১হাজার ৬শ ডোজ বালিয়াকান্দি উপজেলাতে এসেছে আমরা সেগুলো এই উপজেলার মানুষগুলোকে দিবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com