রাজবাড়ী জেলার সাবেক কৃতি ফুটবলার ও ক্রিকেটার রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মনজুর মোরর্শেদ বাদশা(৬৮) আর নেই।
গতকাল ১৪ই জুলাই ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানা। এর আগে গত ১৩ই জুলাই তিনি স্ট্রোক করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন গুণীগ্রাহী রেখে গেছে। গতকাল বুধবার বিকালে তার মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা ক্রীড়া সংস্থায় নিয়ে রাখা হয়। পরে সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠে তার জানাযা শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com