উদ্ধার করা ষাঁড় মালিকের কাছে ফেরত দিল পাংশা থানার পুলিশ

চঞ্চল সরদার || ২০২১-০৭-১৪ ১৪:৫১:৩৮

image

রাজবাড়ী জেলার পাংশা পৌর এলাকা থেকে একটি ফ্রিজিয়ান কালো রঙের ষাড় গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে পাংশা মডেল থানা পুলিশ। 

  গতকাল ১৪ই জুলাই রাতে পাংশা থানার সেকেন্ড অফিসার হুমায়ুন রেজা গরুটির প্রকৃত মালিক মোঃ আলী প্রামানিকের কাছে হস্তান্তর করেন। মোঃ আলী প্রারামানিক পাংশা থানার পার নারায়নপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। 

  গত ১৩ই জুলাই সকালে পাংশা পৌর এলাকার লিজা হেল্থ কেয়ারের সামনে কিছু লোক গরুটিকে এলোমেলো ভাবে চলা ফেরা করতে দেখে সেখানেই বেঁধে রাখে। তবে সেই দিন গরুটিকে কেউই নিতে নিতে আসেনি। 

  পরদিন গতকাল ১৪ই জুলাই পাংশা মডেল থানার এসআই হুমায়ুন কবির রেজা গোপন সংবাদের ভিত্তিতে গরুটি উদ্ধার করে পাংশা মডেল থানায় নিয়ে আসে। এরপর গরুটির প্রকৃত মালিকের খোঁজে ফেসবুকে তথ্য চাওয়া হয়। সেই ফেসবুকের তথ্য নজরে আসতেই প্রকৃত মালিক থানাতে যোগাযোগ করে। পরে কিছু মানুষের উপস্থিতে প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com