বালিয়াকান্দিতে প্রধানন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

তনু সিকদার সবুজ || ২০২১-০৭-১৪ ১৪:৫৬:৩৬

image

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা গতকাল ১৪ই জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ও ইসলামপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা ঘর পরিদর্শন করেন।

  এ সময় তিনি ঘরের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করাসহ সুফলভোগীদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও গাছের চারা বিতরণ করেন। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরীন সুলতানা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা ঘর পরিদর্শনকালে সুফলভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। বাড়ীর আঙ্গিনায় ফলের চারা, লাউগাছসহ সবজি চাষের পরামর্শ দেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com