আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোয়ালন্দে পশুর হাটে পুলিশের কন্ট্রোল রুম

মইনুল হক মৃধা || ২০২১-০৭-১৫ ১৪:৩৩:৫০

image

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে জাল টাকা চক্র, চোর, বাটপাররা সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। 

  তবে তারা বলছেন, কোরবানির পশুর হাটে যেন এই চক্রটি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। সেজন্য গরুর হাটে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। 

  তারই ধারাবহিকতায় গতকাল ১৫ই জুলাই) রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের পাশেই কোরবানীর পশুর হাটে বাড়তি নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দুপুরে এ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।

  এ সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই(অপারেশন অফিসার) মোঃ জাকির হোসেন, এসআই মুরাদ, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক ঘোষ ও হাট ইজারাদার রাতুল আহম্মেদ সজল উপস্থিত ছিলেন।

  জানাযায়, গোয়ালন্দ পশুর হাটটি এ বছর ডাক নিয়েছে মন্ডল এন্টার প্রাইজ। পশুর হাট ইজারাদারের নেওয়া হাসিলের হার দেখা, নির্ধারিত হারের বেশি আদায় করছে কি না, কোরবানীর পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পশুর হাটে জাল নোট শনাক্তকরণসহ কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে সে ব্যাপারে কঠোর নজরদারী করবে পুলিশ কন্ট্রোল রুমের সদস্যরা। এছাড়াও কোরবানীর পশু পরিবহনে ব্যবহৃত ট্রাকে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সেদিকে খেয়াল রাখার জন্যও পুলিশ কন্ট্রোল রুম গুরুত্বসহকারে কাজ করবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com