রাজবাড়ীতে ডিবির পৃথক অভিযানে ৭শত পিস ইয়াবাসহ ৪জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯শে জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ১নং বেড়াডাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে মাসুদ রানা(৩২), আলাদীপুর গ্রামের মৃত মেজেক শেখের ছেলে রাসেল শেখ(৪২), গোয়ালন্দ ঘাট থানার হোসেন মন্ডল পাড়ার মৃত হারেজ মন্ডলের ছেলে মোমিন মন্ডল(২২) ও একই এলাকার লোকমান মন্ডলের ছেলে আলমাছ সরদার(২৪)।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন, আঃ সামাদ ও মেহেদী হাসান রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছি। যে মাদক উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী থানা ও গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com