রাজবাড়ী জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে ২শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চঞ্চল সরদার || ২০২১-০৭-২০ ১৬:৪১:৪৪

image

রাজবাড়ী জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে ২শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 গতকাল ২০শে জুলাই দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলসেডে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

  খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পুনাকের সভানেত্রী তামান্নুর মোস্তারী। 

  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, পুলিশ লাইনের লাইনওআর ইন্সপেক্টর স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্তকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ আনিসুজ্জামান। 

  অনুষ্ঠানে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা মহামারিতে সারা দেশে মানবিক নানা কাজ করছেন। তার নেতৃত্বে পুলিশ বাহিনী মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে গিয়েছে। আইজিপি স্যারের সহধর্মিনী পুনাকের সভানেত্রী জীশান মীর্জা ইতিমধ্যে দেশে করোনা মহামারির মধ্যে অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন ধরণের সাহায্য সহযোগিতা করে এক নজীর স্থাপন করেছেন। আজকে তারই উদ্যোগে আপনাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। করোনার মধ্যে অনেকেই নানা সমস্যার মধ্যে আছে মুখ ফুটে অনেকেই বলতে পারছে না। তাই যার যার জায়গা থেকে আমরা তাদেরকে আমাদের সাধ্যমত সাহায্য করবো।

  জেলা পুনাকের সভানেত্রী তামান্নুর মোস্তারী বলেন, আমরা পুলিশ নারী কল্যাণ পুনাকের সভানেত্রী জীশান মীর্জার নেতৃত্বে ঈদ উপলক্ষে আজকে আমরা রাজবাড়ীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হাতে তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছি। ভবিষ্যতে রাজবাড়ী পুলিশ নারী কল্যাণ(পুনাক) আরো বড় পরিসরে অসহায় দুস্থদের পাশে থাকবে বলেও তিনি জানান।

  আলোচনা সভা শেষে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী অসহায় দুস্থ ২শতাধিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- গরুর মাংস ১ কেজি, চাল ১০ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সোয়াবিন তেল ১লিটার, চিনি ৫০০ গ্রাম ও সেমাই ২ প্যাকেট। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com