পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাড়িভাঙা’ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৭-২৩ ১৩:২৪:৩২

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১হাজার কিলোগ্রাম বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন। 

  ইসলমাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোস্তফা জামিল খান গত ২২শে জুলাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের জানান, ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘হাড়িভাঙা’ আম একটি বিশেষ ফ্লাইটে লাহোর আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে। 

  প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলি ঈদুল আযহা’র দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট বাংলাদেশ হাইকমিশন ইসলমাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। বিখ্যাত ‘হাড়িভাঙা’ আম উপহার গ্রহণ করে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com