নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সাথে গতকাল শুক্রবার ফেরী শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।
কমিটিকে আগামী ৩দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক(বাণিজ্য) এস এম আশিকুজ্জামান তদন্ত কমিটির আহবায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক(নৌ সংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম(মেরিন) আহমেদ আলী এবং এজিএম(ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।
বিআইডব্লিউটিসি গতকাল শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com