রাজবাড়ী জেলায় নতুন আরো ৩জনের শরীরে করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-৯৫

দেবাশীষ বিশ্বাস || ২০২০-০৬-১৩ ১৬:৪০:০০

image

রাজবাড়ী জেলার আরো ৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গত ৮ই জুন যে ২৭জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল গতকাল ১৩ই জুন দুপুরে তাদের রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর আফড়া গ্রামের রাসেল(৩৬) ও কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মাধব কুমার মন্ডল(৪২) এবং অন্যজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলমাস মোল্লা(৬৫) উজানচর ইউনিয়নের বাসিন্দা।
  তিনি আরো জানান, রাজবাড়ী জেলা থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৭৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছে। বাকী ৪৩ জনের মধ্যে ১৩ জন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৮জন রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এবং ২২জন হোম আইসোলেশনে রয়েছেন। নতুন করে আক্রান্তদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com