রাজবাড়ী ও বালিয়াকান্দির কয়েকটি ইউপিতে ডিডিএলজি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-০৩ ১৪:৪৬:৫৩

image

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ, রামকান্তপুর ও বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে করণীয় বিষয়ে গতকাল ৩রা আগস্ট মতবিনিময় সভা করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। 

  সভায় শিশুর জন্মের ৪৫দিনের মধ্যে জরিমানা বা ফি ব্যতিরেকে বিনামূল্যে জন্ম নিবন্ধন করার বিষয়ে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। 

  এ সময় জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এবং এ সংক্রান্ত বিধিমালা সম্পর্কে আলোচনা করা হয় এবং জন্ম মৃত্যু নিবন্ধন সফটওয়্যার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

  এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সকলকে দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার জন্য উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুর রহমান শেখ আহবান জানান।

  এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ, ইউপি সদস্য, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাঝে নেটওয়ার্কিং কার্যকর করতে উদ্যোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com