‘জন্ম মানবতার জন্য’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল ৪ই আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত ৩শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ই আগস্ট দুপুরে খানখানাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে ‘জন্ম মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জন্ম মানবতার জন্য সংগঠনের সভাপতি খাজা আব্দুস সাত্তার বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে খানাখানাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম লাল ও পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর বক্তব্য রাখেন।
এ সময় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্লা, জন্ম মানবতার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সাগর ও দপ্তর সম্পাদক মুনিরুল ইসলাম সিজান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, এই করোনা মহামারিতে খানখানাপুর ইউনিয়নে জন্ম মানবতার জন্য সংগঠন যে কাজ করছে এতে সত্যিই তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। আমার ১৪টি ইউনিয়নের মধ্যে কোন স্থানে এই রকম কাজ কেউ করেনি। কিন্তু এই সংগঠন করেছে।
এছাড়াও তিনি বলেনে, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে যা করেছে অন্য কোন সরকার সেটা করেনি। আজকে নারীরা সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বড় বড় পদে তারা চাকরী করছে। এটা এই সরকারের কারণের সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ৭ই আগস্ট থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা করোনার টিকা সবাই নিবেন। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আলোচনা সভা শেষে অতিথিরা অসহায়-দুস্থ ৩শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল ৫ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, আটা ২ কেজি, ডাল ১ কেজি, লবণ ৫০০ গ্রাম ও সাবান ১পিস।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com