র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ৫ই আগস্ট বিকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভট্টাচার্য পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ৯ হাজার ২শত পিস ইয়াবাহসহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার ভট্টাচার্য গ্রামে আশরাফুজ্জান ওরফে আরিফ(৩৩), মোঃ মিন্টু মন্ডল(২৯) ও ফিরোজপুর জেলার মামুন শিকদার(৩১)।
র্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৯ হাজার ২ শত পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৯টি সীমকার্ড ও ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা র্যাবের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহায়তায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দিয়ে পাংশার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো। পরে উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com