বালিয়াকান্দির নারুয়ায় এক নারীকে দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ॥তদন্ত কমিটি গঠন

দেবাশীষ বিশ্বাস || ২০২১-০৮-০৭ ১৪:২০:৩৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকা কার্যক্রমের সময় ইসমত আরা(৩১) নামে এক নারীকে একই সময় দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

  ইসমত আরা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নাহিদুল হকের স্ত্রী। গতকাল ৮ই আগস্ট সকাল সাড়ে ১১টার সময় নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসা টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

  ইসমত আরা বলেন, আমি সকাল ১১টার দিকে টিকাদান কেন্দ্রে পৌছানোর পর নিবন্ধন করি। নিবন্ধন শেষে টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে এক নারী স্বাস্থ্যকর্মী আমার ডান হাতে একটি টিকা দেয়। এ সময় আমি সেখানে ৩০ সেকেন্ড বসে থাকাকালে ওই স্বাস্থ্যকর্মী আমাকে টিকা দিতে আসলে আমি একবার টিকা নিয়েছি বলতে না বলতেই ডান হাতে আরেকটি টিকা দিয়ে দেয়। টিকা দেওয়া ঐ স্বাস্থ্যকর্মীর নাম মোছাঃ মমতাজ বেগম। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী।

  ইসমত আরা স্বামী নাহিদুল হক ঘটনাটি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলা বলে উল্লেখ করে ঘটনার তদন্ত রে বিচারের দাবী জানান। 

  দুইডোজ টিকা দেওয়া ওই নারীকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষনে রাখা হয়েছে জানা গেছে।

  রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বালিয়াকান্দি উপজেলার পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসায় একই ব্যক্তিকে একই দিনে দুইবার করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া ঘটনা তিনি শুনেছেন। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয় এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। 

  উল্লেখ্য, গতকাল শনিবার বৃষ্টি উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যে বালিয়াকান্দি উপজেলার টিকাদান কেন্দ্রে গুলোতে কোভিড-১৯ টিকা নিতে শত শত নারী ও পুরুষ উপস্থিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com