বঙ্গমাতা’র ৯১তম জন্মবার্ষিকীতে বালিয়াকান্দিতে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও চেক প্রদান

অনিক সিকদার || ২০২১-০৮-০৮ ১৫:২৫:৪৭

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও চেক প্রদান করা হয়েছে।
  গতকাল ৮ই আগস্ট দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে দোয়া, অসহায় ও অসচ্ছল ৫০ জনের মাঝে প্রত্যেককে ২হাজার টাকার চেক, ৬জনের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
  অন্যদিকে কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের ২জন জেন্ডার প্রমোটরের মাঝে বাইসাকেল প্রদান ও ৭টি কিশোর কিশোরী ক্লাবের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নবাগত সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ জেসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com