কালুখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম || ২০২১-০৮-০৮ ১৫:৩১:৩৩

image

রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত, দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও অনুদান বিতরণ করা হয়।
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা এছাড়াও অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
  আলোচনা শেষে দুঃস্থ ও অসহায় ৬জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৫জন নারীকে ২হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com