রাজবাড়ী সদরের বরাটে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-০৮ ১৫:৪০:৩৮

image

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রাম থেকে গত ৭ই আগস্ট দুপুরে অজ্ঞাত এক পুরুষ(৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
  স্থানীয়রা বরাট ইউনিয়নের সাভার গ্রামের আবুল হোসেনের পরিত্যক্ত ভিটা সংলগ্ন ক্ষেতে অজ্ঞাত মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
  রাজবাড়ী থানার এসআই হিরন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে বরাট ইউনিয়নের সাভার গ্রামের আবুল হোসেনের পরিত্যক্ত ভিটা সংলগ্ন ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদি কেউ তার পরিচয় জানেন বা চিনতে পারেন তাহলে দ্রুত রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান।
  এসআই হিরন কুমার বিশ্বাস আরো বলেন, আজ সোমবারের মধ্যে তার পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মৃতদেহ সৎকার করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com