রাজবাড়ী ডিবি’র একটি দল গত ১০ই আগস্ট দুপুরে কালুখালী উপজেলার চর নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ অর্থ জাল টাকা এবং জাল টাকা ছাপানোর মেশিনসহ নান্নু মুন্সী (৫২)কে গ্রেফতার করেছে।
গত ১০ই আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নান্নু কালুখালী উপজেলার চর নারায়নপুর গ্রামের মৃত রশিদ মুন্সীর ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার চর নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৪ শত গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, জাল টাকা ছাপানোর একটি মেশিন ও ৯০ হাজার জাল টাকা, এছাড়া গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন এবং জাল টাকা ছাপানোর কাগজ ৮০০ পিসসহ নান্নুকে গ্রেফতার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কালুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com